Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে
এক নজরে রংপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় তথ্যাদি
 
ভৌগলিক অবস্থান : রংপুর জেলা রংপুর বিভাগের ঐতিহ্যবাহী একটি জেলা। এই জেলার উত্তর পার্শ্বে নীলফামারী ও লালমনিরহাট জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, দক্ষিণ পার্শ্বে গাইবান্ধা জেলা, পশ্চিম পার্শ্বে দিনাজপুর জেলা অবস্থিত। 
 
১। জেলার আয়তন :           ২,৪০০.৫৬ বর্গকিলোমিটার
২। জেলার লোকসংখ্যা :      ৩০,৬২,৯০৫ জন 
(ক) পুরুষ :                      ১৫,৫৬,১৯৪ জন (এমআইএস/২০১৮)
(খ) মহিলা :                    ১৫,৬,৭১১ জন (এমআইএস/২০১৮)
৩। লোকসংখ্যার ঘনত্ব :      ১২৫৭ জন (প্রতি বর্গকিলোমিটারে)
৪। উপজেলার সংখ্যা :       ০৮টি 
৫। মোট সক্ষম দম্পতির সংখ্যা : ৬,৪৩,৭৬২ জন (ডিসেম্বর/২০১৮ খ্রি.)
৬। সর্বমোট গ্রহণকারী :     ৫,০৫,১৩৩ জন (ডিসেম্বর/২০১৮ খ্রি.)
৭। মোট পদ্ধতি গ্রহণকারীর হার : ৭৮.৪৭% (ডিসেম্বর/২০১৮ খ্রি.)
৮। মোট প্রজনন হার :      ১.৮৫ 
৯। মাতৃমৃত্যুর হার (প্রতি হাজারে) : ১.৬২
১০। শিশু মৃত্যুর হার (০-১ বছর) প্রতি হাজারে : ৩৬
১১। মোট গর্ভবর্তী মায়ের সংখ্যা : ১৯,৩০৯ জন (ডিসেম্বর/২০১৮ খ্রি.)
১২। প্রাতিষ্ঠানিক ডেলিভারীর সংখ্যা : ১,৮৫৫ টি 
১৩। জেলার সর্বমোট ইউনিয়নের সংখ্যা : ৮৩টি 
১৪। সিটি কর্পোরেশনের সংখ্যা : ০১টি 
১৫। জেলার মোট পৌরসভার সংখ্যা : ০৩টি (১) হারাগাছ; (২) বদরগঞ্জ ও (৩) পীরগঞ্জ
১৬। জেলার সর্বমোট নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যা : ৬৭টি 
১৭। জেলার সর্বমোট আরডি সংখ্যা : ০৮টি 
১৮। জেলার মোট স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা : ৫৬০টি 
১৯। জেলার মোট কমিউনিটি ক্লিনিকের সংখ্যা : ৩০৯টি 
২০। জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংখ্যা (MCWC) : ০৪টি (রংপুর সদর; (২) হারাগাছ, কাউনিয়া
২১। ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সংখ্যা (MCWC) : ০২টি (১। খালাশপীর; ২। মাদারগঞ্জ, পীরগঞ্জ, রংপুর।)
২২। জেলার মোট এমসিএইচ ইউনিটের সংখ্যা : ০২টি (১। মিঠাপুুকর; ২। বদরগঞ্জ)। 
২৩। জেলার মানউন্নীত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যা : ২৪টি