সাম্প্রতিক কর্মকান্ড :
১। রংপুর জেলায় ৫৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) নিরাপদ স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করা।
২। রংপুর জেলায় প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বয়:সন্ধিকালীন সাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটি করে সুসজ্জিত এডোলেসেন্ট হেলথ কর্ণার স্থাপন করা।
৩। পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য করে সক্ষম দম্পতিদের কাছে পদ্ধতির প্রাপ্যতা নিশ্চিত করা;
৪। সকল সক্ষম দম্পতি বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বাড়ি বাড়ি সেবা ব্যবস্থা অব্যাহত রাখা এবং মাঠ পর্যায় হতে রেফারেল ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া ই-এমআইএস কাযক্রমে ই-রেজিস্টার চালু করা।
৫। অবহিতকরণ ও স্বেচ্ছায় সম্মতির ভিত্তিতে সকল সক্ষম দম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উৎসাহ প্রদান করা;
৬। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত তথ্য ও সেবার অপূর্ণ চাহিদা সম্বলিত দম্পতিদের চিহ্নিত করে সেবা প্রদান নিশ্চিত করা;
৭। নব-দম্পতি ও এক বা দুই সনের দম্পতিদের অগ্রাধিকার ভিত্তিতে পরিবার পরিকল্পনা সেবার আওতায় নিয়ে আসা;
৮। বিদ্যমান জেলা, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রসহ স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা নিশ্চিত করা;
৯। বেসরকারী ও ব্যক্তি খাতের অংশগ্রহণের মাধ্যমে গ্রহীতা সেবা নিশ্চিত করা;
১০। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করার জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান।
১১।নবজাতকের মৃত্যুর হার কমানোর জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীদের “নবজাতকের সমন্ধিত চিকিৎসা সেবা প্যাকেজ” এর উপর প্রশিক্ষণ প্রদান করা।
১৩। ভ্রাম্যমান চলচ্চিত্রের মাধ্যমে পরিবার পরিকল্পনা মা-শিশু স্বাস্থ্য, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা ও উদ্ধুদ্ধকরণ কার্যকম পরিচালনা করা।
১৪। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা ও উদ্ধুদ্ধকরণ কার্যকম পরিচালনা করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS